গত রবিবার মোনায়েমশাহ্ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের গেট টুগেদার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে স্কুলের মিলনায়তনে। এই প্রোগ্রামে ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। পুরো দিন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে স্কুলের মাঠ মুখরিত ছিল। স্কুলের ইতিহাসে এই ধরনের প্রোগ্রাম প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিধায় প্রাক্তন, বর্তমান স্টুডেন্ট সহ এলাকার সকলের কাছ থেকে প্রশংসায় ভাসছে উক্ত ব্যাচের স্টুডেন্টরা।
প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রোগ্রাম আয়োজন কমিটির সভাপতি রিদোয়ান আমিন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জনাব মুস্তাকিমুল হায়দার খানের প্রতি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম অব্যাহত রাখার জন্য সকলকে অনুরোধ করেন।
প্রেস বিজ্ঞপ্তি