BanshkhaliTimes

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ার পুরস্কার পেল বাঁশখালীর ২৮ কিশোর

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: বাঁশখালীর পুঁইছড়িতে পণ্ডিতকাটা গ্রামের ২৮ জন কিশোর টানা ৪০ দিন জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বিকাল ৩টায় পণ্ডিতকাটা হাজ্বী আলী আকবর জামে মসজিদের মাঠে এক ইসলামিক অনুষ্ঠানে ২৮ জন কিশোরের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।

জানা যায়, পণ্ডিডকাটা হাজ্বী আলী আকবর জামে মসজিদে ২৮ জন কিশোর টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো। তাদের মাঝে আরো উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে পুরস্কারের ঘোষণা দেয় ‘পুঁইছড়ি আদর্শ সমাজ কল্যাণ পরিষদ’ নামের একটি সামাজিক সংগঠন। পুরস্কারের মধ্যে ছিল ডিনার সেট, মাল্টি ফ্যাশনাল অটো-মেশিন, জায়নামাজ, তাসবীহ ইত্যাদি।

পুঁইছড়ি ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি-৩২৮২ বাংলাদেশের ডেপুটি গভর্নর মুবিনুল হক মুবিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এ্যাডভোকেট মোহাম্মদ নাসের, মাষ্টার জাফর আহমেদ, গিয়াস উদ্দিন সিকদার, হাফেজ মিনহাজ বিন মাহবুব প্রমুখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *