তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালী শঙ্খ নদীতে বর্জ্য ফেলায় মেসার্স ঝিনুক পোল্ট্রি এন্ড নবায়ন প্রকল্প এবং মেসার্স ঝিনুক পোল্ট্রি-২ নামক দুটি পোল্ট্রি ফার্মকে জরিমানা করা হয়েছে। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ ধারার আলোকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম। ফার্ম দুটি পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন আহমদের মালিকানাধীন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, ‘পোল্ট্রি ফার্মের বর্জ্য শঙ্খ নদীতে ফেলায় এ দুই প্রতিষ্ঠানকে মোট নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
জানা যায়, এই দুটি পোল্ট্রি ফার্মের বর্জ্য শঙ্খ নদীতে ফেলার একটি ভিডিও কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তাছাড়া এই ফার্মের বর্জ্যের গন্ধ থেকে পরিত্রাণ পেতে একাধিকবার মানববন্ধনও করেছে স্থানীয় এলাকাবাসী।