BanshkhaliTimes

বাঁশখালীতে ২০০ পরিবারে সালমা-আদিল ফাউন্ডেশনের ঈদ উপহার

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়নের ২০০ প‌রিবা‌রের মা‌ঝে সালমা আদিল ফাউ‌ন্ডেশ‌নের উদ্যোগে ঈদ গ্রোসারি গত ৯ মে ২০২১ ইং বিতরণ করা হয়।

সালমা- আদিল ফাউন্ডেশন সাড়া জাগানো সামাজিক সংগঠন হিসেবে করোনাকালীন সময়ে ব্যাপক সামাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামে বিনামূল্যে কভিড টেস্ট কার্যক্রম অন্যতম।

সালমা-আদিল ফাউন্ডেশনের কর্ণধার সালমা খানম খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর সুযোগ্য নাতনী এবং বিখ্যাত কলামিস্ট এবং ইসলামিক চিন্তাবিদ আহমদুল ইসলাম চৌধুরীর একমাত্র কন্যা। জনাবা সালমা খানম একজন দেশের শীর্ষস্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব। তিনি টপ অফ মাইন্ড গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি দীর্ঘ দিন আমেরিকান দুতাবাসে কর্মরত ছিলেন। সালমা আদিলের স্বামী মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউদ্দীন আদিল বর্তমানে গনপ্রজাতন্ত্রী কংগোর অনারারী কনসোল হিসেবে নিযুক্ত আছেন। সমাজসেবক জিয়াউদ্দীন আদিল চন্দনাইশ নিবাশী মরহুম এডভোকেট বদিউল আলমের কনিষ্ট পুত্র।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *