তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর পুকুরিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১০ মে) দুপুরে পুকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১৬৬১ জনের মাঝে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম আকতার, ইউনিয়ন পরিষদ সচিব জাকের আহমদসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।