তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস- বাঁশখালীর ৮০ জন ছাত্রদল কর্মীকে ঈদ উপহার দিয়েছেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী নিজাম উদ্দীন। তিনি ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদল কর্মীদের এই উপহার প্রদান করেন। রমযান মাসের মাঝমাঝি সময় থেকে নিজাম উদ্দীন নিজেই এই কার্যক্রম পরিচালনা করেন।
জানা যায়, নিজাম উদ্দীনের পক্ষ থেকে ৫০ জন ছাত্রদল কর্মীকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করা হয়। বাকী ৩০ জনকে দেয়া হয় নগদ ৫০০ টাকা করে। বাঁশখালীতে এর আগেও ত্রাণ বিতরণ, ইফতার মাহফিলসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পালন করেন তরুণ এই ছাত্রনেতা।
এপ্রসঙ্গে নিজাম উদ্দীন বলেন, ‘আমার সামর্থ্য অনুযায়ী জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য নিবেদিত প্রাণ ৮০ জন কর্মীকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও নগদ টাকা দিয়েছি। ঈদে প্রিয়জনদের খুশি রাখতে এটা আমার সামান্য প্রচেষ্টা মাত্র।’