নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের কৃতিসন্তান বিশিষ্ট সিবিএ নেতা হাসান শরীফ খান করোনা আক্রান্ত হয়ে গতকাল ৫ মে ভোর ৫ টায় চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
তিনি পশ্চিম সাধনপুর নিবাসী মরহুম হাবিবুর রহমান খানের প্রথম পুত্র, সাধনপূর বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড সিবিএ’র কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন। এছাড়াও তিনি লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট, মাইজভান্ডারি শরীফের একনিষ্ট মুরিদ ও মরমী-লালন চর্চার অন্যতম সংগঠক ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র, ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের ছোট ভাই জাতীয়তাবাদী তাঁতী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সেক্রেটারী লায়ন পেয়ারু খান বাঁশখালী টাইমসকে বলেন- ‘আমার বড় ভাই করোনায় লড়ে সুস্থ হয়ে উঠলেও পরবর্তী ধাক্কায় হেরে গেলেন; আমরা কোনকিছু বুঝার আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।’
গতকাল বাদে জোহর গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার প্রাঙ্গনে জানাজা শেষে সেখানে দাফন করা হয়।