BanshkhaliTimes

শতাধিক অসহায় পরিবারে রাতেরবেলা পৌঁছে গেল ‘রমজান ফুড প্যাক’

BanshkhaliTimes

প্রতি বছরের ধারাবাহিকতায় বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে করোনালীন সময়ে শতাধিক অসহায় পরিবারের মাঝে ” রমজান ফুড প্যাক” উপহার প্রদান করা হয়। মানসম্মতভাবে প্রায় ২০ কিলো পরিমাণ ওজনের এ ফুড-প্যাক সীমিত পরিসরে সাধ্য ও সামর্থ্যের মধ্যে শতাধিক রোজাদার পরিবারের কাছে “রমজান ফুড প্যাক” পৌঁছে দেয়া হয়।

ফাউন্ডেশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে রাত্রিকালীন সময়ে নির্দিষ্ট পরিবারের ঘরে ঘরে গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছিয়ে দেয়া হয়। ফাউন্ডেশন কর্তৃপক্ষ প্রবাসী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আর্থিক দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী গরীব ও অসহায় পরিবার পরিজনের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিনা স্বার্থে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসেবামূলক সহযোগিতা করে আসছে। দুর্যোগ ও মহামারিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, ব্লাড ক্যাম্প, ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ সমাজ সচেতনতামূলক কর্মকান্ডে সরবে কাজ করে যাচ্ছেন।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *