মোঃ আরিফ রহমান: বাঁশখালীর ৬নং (ক) কাথরিয়া ইউনিয়নের কোটপাড়া এলাকার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “কোটপাড়া শাহ আব্দুল জব্বার (রহঃ) স্মৃতি সংসদ” এর পক্ষ থেকে এলাকার অসচ্ছল হতদরিদ্র ৪০ (চল্লিশ) পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৩০/০৪/২০২১ ইং রোজ জুমাবার বিকাল ৩ টা হতে কোটপাড়া জলিলিয়া আক্তারুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে এসব ইফতার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংসদের সম্মানিত উপদেষ্টা মোঃ জুবায়ের ও সংসদের সম্মানিত সভাপতি হাফেজ আবদুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাশেম,সহঃ সমাজ সেবা সম্পাদক মোঃ সোহেল, সহঃ প্রচার সম্পাদক মোঃ তারেক, সদস্য আরাফাতসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সংগঠনের সদস্যবৃন্দরা।
এসব ইফতার সামগ্রী সংগঠনের সদস্যরা অসহায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।
এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি হাফেজ আবদুল আজিজ বলেন, আমাদের এই ইফতার বিতরণ কর্মসূচি সফল করতে আড়াল থেকে অনেকেই পরামর্শ, সহযোগিতা এবং শ্রম দিয়ে এগিয়ে এসেছেন। সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বলেন, কোটপাড়া তথা কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও সেবা মূলক কাজের উদ্দেশ্যকে সামনে রেখে ২০১৭ সালে অত্র সংসদের যাত্রা শুরু হয়ে আজ অবধি চলমান। ইনশাআল্লাহ আমরা এলাকার বিভিন্ন ধরনের ভালো কাজকে সার্বিক সহযোগিতার মাধ্যমে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো।