তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীতে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় বার্তাদেশ ডট কমের ইফতার সন্ধ্যা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ এপ্রিল) উপজেলার চাম্বল বাজারস্থ হানিফ ফুড কর্ণারে পোর্টালের সম্পাদক শোয়াইব হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহীদুল্লাহ।
সভায় উদ্বোধক হিসেবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আসিফুল হক, বিশেষ অতিথি হিসেবে এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার, সরকারি আলাওল কলেজের সহকারী অধ্যাপক আজিজুর রহমান, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুহাম্মদ শহীদুল্লাহকে সমাজ উন্নয়নে, ডাঃ আসিফুল হককে চিকিৎসা সেবায়, এডভোকেট আনিসুল ইসলামকে আইনী পেশায়, অধ্যাপক আজিজুর রহমানকে শিক্ষা খাতে ও সাংবাদিক কল্যাণ বড়ুয়াকে সাংবাদিকতায় ‘প্রিয় বার্তাদেশ অ্যাওয়ার্ড-২১’ প্রদান করা হয়।
এসময় পোর্টালের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্পাদক শোয়াইব হাসান, নির্বাহী সম্পাদক মাহফুজুর রহমান, সহযোগী সম্পাদক শামিম উল্লাহ আদিলকেও সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।