তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ১৭০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বাঁশখালী উপজেলা পরিষদ। আজ সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, প্রাণী সম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, কৃষি কর্মকর্তা আবু সালেক, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহাদাত হোসেন তানজু, যুগ্ন আহবায়ক মনজুরুল আলম প্রমুখ।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বাঁশখালী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কর্মহীন ১৭০ পরিবারে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’