BanshkhaliTimes

বাঁশখালীতে একুশে ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

BanshkhaliTimes

স্বেচ্ছাসেবী, সামাজিক এবং জনকল্যাণমুলক সংগঠন একুশে ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার মাহফিল শনিবার (২৪এপ্রিল) অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার, জনপ্রিয় মানবিক করোনাজয়ী চিকিৎসক ডাঃ আসিফুল হক, একুশে ফাউন্ডেশন বাঁশখালী শাখার পরিচালক এহসান উল্লাহ, সহ-পরিচালক জিএন কবির চৌধুরী, এডমিন আসহাব উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ, রহিম, হিমাদ্রি হোসাইন আবির, রিজভী, এহসান এলাহী, জমির উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহে রমযানের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তরুণ ওয়ায়েজীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাফেজ আবদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আসিফুল হক বলেন- স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে অসহায়, হতদরিদ্র মানুষের কল্যাণে পাশে থেকে কাজ করে নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
একুশে ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগকে স্বাগতম জানিয়ে ভূয়সী প্রশংসা করেন।

এহসান উল্লাহ বলেন- আমরা একুশে ফাউন্ডেশন পরিবার করোনার ক্রান্তিলগ্নে ত্রাণ বিতরণ প্রজেক্ট, এতিমখানায় খাবার বিতরণ প্রজেক্ট বিভিন্ন কার্যক্রমে অতীতের মতো পাশে থেকে এগিয়ে যাবে।

সর্বশেষ অনুষ্ঠানে হাফেজ আবদুল্লাহ মোনাজাত করে সমাপ্তি ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *