আদিল বিন আজাদ: বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নস্থ প্রগতিশীল ক্রীড়া ও সামাজিক সংগঠন “বন্ধন ক্লাব”এর অর্থায়নে করোনা মহামারীর এই কঠিন সময়ে প্রতিবছরের ন্যায় এইবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে অর্ধশত পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম টিপু বলেন, “এলাকার জনসাধারণ সাথে থাকলে বন্ধন ক্লাব ভবিষ্যতে আরো জনহিতকর মানবকল্যাণমূলক কাজ করতে সক্ষম হবে এবং দুর্নীতি ও মাদকমুক্ত একটি সমাজ উপহার দিবে ইনশাআল্লাহ ”
উল্লেখ্য,২০১৬ সালে শিক্ষা, একতা, সাম্য ও প্রগতি এই চারটি মূলমন্ত্রকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শিক্ষা, ক্রীড়াসহ বিভিন্ন সামাজিক ও মানবকল্যানমুলক জনহিতকর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বন্ধন ক্লাব ইতিমধ্যে সাধনপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় একটি সামাজিক সংগঠন হিসাবে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে রয়েছে এ সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা।