বাঁশখালী টাইমস: বাঁশখালীর গন্ডমারায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ- শ্রমিক সংঘর্ষের ঘটনায় আরও ২ গুলিবিদ্ধ শ্রমিক মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭।
তাদের মধ্যে ১ জন গত মঙ্গলবার রাতে, অন্যজন বুধবার সন্ধ্যায় পৃথক হাসপাতালে মারা যান।
মৃত শ্রমিকেরা হলেন দিনাজপুরের রাজেউল ইসলাম (২৫) ও মৌলভীবাজারের শিমুল আহমেদ (২২)। রাজেউল চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ও শিমুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত শনিবার সকালে বাঁশখালীর গন্ডামারায় সংঘর্ষের সময় গুলিতে পাঁচ শ্রমিক নিহত হন। আহত হন ৩ পুলিশসহ অন্তত ৩০ জন। ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ, পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা ১০ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টা করা, শুক্রবার ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৪ ঘণ্টা করাসহ নানা দাবিতে বিক্ষোভ করেন বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের শ্রমিকেরা। বিক্ষোভের একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন কিছু শ্রমিক। তখনই পুলিশ গুলি ছুড়তে থাকে। সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।