তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর বাহারছড়ায় অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উপহার সামগ্রীর মধ্যে তেল, চনা, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী রয়েছে। আজ বেলা বারোটার দিকে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, ইউনিয়ন পরিষদ সচিব আরিফুল ইসলাম, ইউপি সদস্য কাজী মমতাজ উদ্দীন, আবদুল মালেক সিকদার, রৌশনুজ্জামান, এমরানুল হক সুলতান, কামরুল আলম, এবাদুল হক, ওসমান গণি, ওমর হায়াত, মহিলা ইউপি সদস্য কানিজ ফাতেমা, শাহিদা আকতার, ফিরোজা বেগম, যুবলীগ নেতা খোরশেদ আলম, উদ্যোক্তা জালাল উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘লকডাউনে কারো খাবারের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খাবারের ব্যবস্থা করবো। মানুষের প্রয়োজনেই সরকার লকডাউন ঘোষণা করেছে। তাই সবাইকে লকডাউন মানতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।’