তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর সরল ইউনিয়নের অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উপহার সামগ্রীর মধ্যে তেল, চনা, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী রয়েছে। আজ বেলা একটার দিকে সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, চট্টগ্রাম আদালতের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, ইউনিয়ন পরিষদ সচিব হারুনুর রশিদ, ইউপি সদস্য রশিদ আহমদ জসিম উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘মানুষের প্রয়োজনেই সরকার লকডাউন ঘোষণা করেছে। তাই সবাইকে লকডাউন মানতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।’ এসময় এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন নবাগত ইউএনও সাইদুজ্জামান চৌধুরী।