তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর গন্ডামারায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় বাঁশখালী থানায় দুটি মামলা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার উপপরিদর্শক নাজমুল হাসান বলেন, ‘গতকাল রাতে পুলিশের পক্ষ থেকে এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগে ২০০০/২৫০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছেন। অন্যদিকে এস আলম গ্রুপের পক্ষ থেকে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ২২ জন জ্ঞাত ও ১০৫০ জনকে অজ্ঞাত আসামী করে আরেকটি মামলা দায়ের করেছেন ফারুক আহমেদ।’
এদিকে পাঁচজন নিহতের পর বর্তমানে গন্ডামারা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে৷ মানুষের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ, আতঙ্ক। মামলার পর আজ সকালেও শ্রমিকদের ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে। বর্তমানে ঘটনাস্থলে ব্যাপক র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, শ্রমিক অসন্তোষের জের ধরে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে গতকাল ১৭ এপ্রিল শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৫ জন শ্রমিক নিহত হন। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।