বাঁশখালী সমিতি চট্টগ্রামের অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল পিএমজেএফ’র মমতাময়ী মা রত্নগর্ভা শামসুন্নাহার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রাম।
মরহুমের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব।
রত্নগর্ভা শামসুন্নাহার চৌধুরী কভিড ১৯ আক্রান্ত হয়ে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৯ এপ্রিল ২০২১ ইং জুমাবার দুপুর ২ টায় ইন্তেকাল করেন৷ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমছড়া গ্রাম নিবাসী সমাজসেবী মরহুম মফজল আহমদ চৌধুরীর স্ত্রী ও শিক্ষাবিদ নাদেরুজ্জামান চৌধুরীর বড় বোন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। তিনি ৪ পুত্র ও ৫ কন্যাসন্তান নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য, আজ রাত ৯ টায় ৩ নং রোডস্থ কাতালগঞ্জ আবাসিক এলাকা জামে মসজিদ চত্ত্বরে মরহুমার জানাজা ও মক্কী মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি