তাফহীমুল ইসলাম, বাঁশখালী- চট্টগ্রামের বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা নীল রতন ঘোষ (৭০) আর নেই। তিনি গতরাত ১২ টার দিকে উপজেলার বাণীগ্রামস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে এগারোটায় ধর্মীয় কার্যাদি শেষে রাষ্টীয় সম্মাননা প্রদানের মাধ্যমে নিজ এলাকায় তাকে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে মুক্তিযোদ্ধা নীল রতন ঘোষের মৃত্যুতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।