আল হেলাল মহিলা মাদরাসা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন ও অত্র মাদরাসার রজতজয়ন্তী উপলক্ষে বার্ষিক সভা গত ২৬ মার্চ ২০২১ইং মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মিসেস রোখসানা হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা ড. আ. ফ. ম খালিদ হোসেন। মাদরাসা পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ গালিব আল হিলালীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সালাহ্উদ্দিন হাসান চৌধুরী এবং সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনর রশিদ।
মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব রোকনউদ্দিন চৌধুরী রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি জি সি ট্রাষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিষ্ট্রার জনাব আখতারুজ্জামান কায়সার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট নাজমুল হক সিকদার। উল্লেখ্য, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা জনাব নীল রতন দাশগুপ্ত অত্র মাদরাসার জন্য শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. রেজাউল করিম, এরশাদ হক, সাইফুদ্দিন খালেদ বাবুল, মাওলানা কাজী আব্দুর রহমান, মাওলানা রুহুল আমীন, সিরাজুল হক, আবু সাঈদ, হেলাল উদ্দিন, আবুল মনসুর, মো: মহিউদ্দিনসহ স্থানীয় ওলামা-মাশায়েখ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়া আল হেলাল ফাউন্ডেশনের সৌজন্যে আগত সকলের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং অত্র মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, বরেণ্য সাংবাদিক মরহুম হেলাল হুমায়ুন সাহেবের মাগফিরাত, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহযোগীজনসহ দেশ ও জাতির সকলের মঙ্গল কামনায় খতমে কুরআন ও বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়।
( সংবাদ বিজ্ঞপ্তি)