BanshkhaliTimes

রমজানে নতুন নাশিদ নিয়ে আসছেন বাঁশখালীর সন্তান শিল্পী তারেকুল ইসলাম

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: আসন্ন রমজান উপলক্ষে রিলিজ হতে যাচ্ছে নাশিদ ‘প্রিয় রমাদান’৷ এতে কন্ঠ দিয়েছেন বাঁশখালীর সন্তান কন্ঠশিল্পী তারেকুল ইসলাম। আবু ওবাইদা আরাফাতের কথা ও সুরে গানটি ঢাকার স্বনামধন্য মিউজিক স্টুডিও একাত্ব স্টুডিওর লেবেলে পরিবেশিত নাশিদের মিউজিক ডিজাইনে ছিলেন জয়নাল আবেদীন একাত্ব।

আস্থা ফিড নিবেদিত রমজানের নাশিদ ‘প্রিয় রমাদান’ প্রসঙ্গে শিল্পী তারেকুল ইসলাম বলেন- ‘আবু ওবাইদা আরাফাতের গানের কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। তাই গাওয়ার আগ্রহ পোষণ করি। আশাকরি রমজানের অজস্র নাশিদের মধ্যে এটা দর্শক-শ্রোতাদের মাঝে আলাদা নজর কাড়তে সক্ষম হবে।’

রমজানের আগে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে গানটি রিলিজ হবে বাঁশখালী টাইমসের পেজ, ইউটিউব চ্যানেল ও শিল্পীর নিম্নোক্ত ইউটিউব চ্যানেলে ( https://youtube.com/channel/UCekwrr_YIgRPt8P_dr_rlag)

উল্লেখ্য, শিল্পী তারেকুল ইসলাম পেশাগত জীবনে একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা। তাঁর বাড়ি বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামে । তাঁর প্রথম একক এলবাম ‘মাটির ঘরে’। এছাড়াও বিভিন্ন বিষয় ও শিরোনামে ইউটিউবে রিলিজ দিয়েছেন অনেক শ্রোতা-দর্শকপ্রিয় গান।

তিনি ইতোমধ্যে এলবাম ও স্টেজ শো’তে গেয়েও শ্রোতামহলের ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *