নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে চা বাগানে বেড়াতে এসে হামলা ও হেনস্থার শিকার হয়েছেন এক পর্যটকদল। গত কাল বিকালে পারিবারিকভাবে চা বাগান ঘুরতে আসেন আনোয়ারা উপজেলার এক শিক্ষক পরিবারের নারী-পুরুষ শিশুসহ অন্তত ১২ জন। ফেরার পথে গতিরোধ করে তাদের দুই দফায় অকথ্য ভাষায় গালিগালাজ, হামলা ও নারীদের শ্লীলতাহানির চেষ্টা করে স্থানীয় সিএনজি চালকসহ কথিত কিশোর গ্যাং। এতে ৬ জন গুরুতর আহত হয়। আহতরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন হামলার শিকার হোসাইন ফারুক।
মামলার এজাহারে ছৈয়দুল হক, মঈন উদ্দিন, নজির আহমদ, শফিক, ডিপজল সহ আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
এ প্রসঙ্গে বাঁশখালী থানার ওসি সফিউল কবির বাঁশখালী টাইমসকে বলেন- ‘এ ঘটনায় মামলা হয়েছে, আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান আছে।’