নিরাপদ সড়কের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুকে বাঁশখালীকে প্রতিনিধিত্বশীল সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব বাঁশখালী(ডুসাব) এর নেতৃত্বে স্থানীয় অন্যান্য প্রগতিশীল, সাংস্কৃতিক ও সচেতন মানুষদের সমন্বয়ে ২০ মার্চ মানববন্ধনের আয়োজন করা হয়। সকাল ১১.০০ থেকে শুরু হওয়া এই মানববন্ধনে বাঁশখালীর পুকুরিয়া থেকে পুঁইছড়ি সব অঞ্চলের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানের শুরুতে সবার পক্ষ থেকে নিরাপদের সড়কের দাবিগুলো তুলে ধরেন ডুসাবের সভাপতি ফয়সাল মাহমুদ।
দাবি সমূহ হচ্ছে-
• অবিলম্বে বাঁশখালীর প্রধান সড়ককে আঞ্চলিক মহাসড়ক ঘােষণা দিয়ে চার লেনে উন্নীত করা।
• রাস্তায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাজার স্থানান্তর এবং রাস্তায় পার্কিং নিষিদ্ধ ঘােষণা করা।
• অদক্ষ চালকদের প্রশিক্ষণ, তাদের ডাটাবেজ সংরক্ষন ও মানসিক কাউন্সেলিং এর ব্যবস্থা করা।
• রাস্তা প্রসারিত না হওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল স্থগিত রাখা।
সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ মােতায়েন ও কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা।
নিরাপদ সড়কের দাবির পক্ষে ও তার আশু সমাধান কামনা করে অনুষ্ঠানের সাথে একাত্মতা পোষন করে মানববন্ধনস্থলে আরো যোগ দেন বাঁশখালীর সন্তান, আওয়ামী কেন্দ্রীয় উপ- কমিটির সম্মানিত সদস্য এস এম রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন।
তিনি বলেন- নিরাপদ সড়কের দাবি আমাদের প্রাণের দাবি, আমরা বাঁশখালীতে সড়কে আর কোন রক্তের লাল দাগ দেখতে চাই না। ডুসাব এর সমস্ত প্রস্তাব এর সাথে তিনি একমত হন, ও যতদিন এই প্রস্তাব বাস্তবায়ন না হবে ততদিন কর্মসূচি অব্যাহত রাখতে বলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডুসাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউল হক।
প্রেস বিজ্ঞপ্তি