তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস- চেচুরিয়া ছাত্র ঐক্য ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে চেচুরিয়া আল আমিন গাউছিয়া কমিটির সভাপতি নুরুল হকের সভাপতিত্বে পূর্ব চেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মকছুদ মাসুদ। এতে বিশেষ অতিথি হিসেবে বৈলছড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য দিদারুল হক, সাধনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম. ডি মুজিব, বৈলছড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক মঈন উদ্দীন মামুন, ব্যবসায়ী রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মুহাম্মদ মহিউদ্দিন, রিয়াজ উদ্দীন, মামুনুল ইসলাম, মকছুদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ মাসুদ বলেন, ‘মাদকসহ সমাজের যাবতীয় অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। ক্রীড়া যুবকদের মন মেজাজকে প্রফুল্ল রাখে। অপরাধ থেকে দূরে রাখে। কাজেই এধরণের আয়োজনকে সকলের উৎসাহিত করা উচিত। এতে সমাজের অপরাধ অনেকাংশে কমে আসবে।’
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় চেচুরিয়া ফ্রেন্ডশীপ একাদশকে ০৪ গোলে হারিয়ে চেচুরিয়া শ্রী শ্রী আনন্দময়ী একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন।