তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। আজ ১৬ ই ফেব্রুয়ারী সকাল সাড়ে আটটায় বাঁশখালীর প্রবেশমুখ পুকুরিয়ায় শহরগামী এক স্পেশাল বাস সার্ভিসের সাথে বাঁশখালীগামী সুপার সার্ভিসের একটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সুপার সার্ভিসের সামনের পুরো অংশ এবং স্পেশাল সার্ভিসের কিছু অংশ দুমড়েমুচড়ে যায়। এতে উভয় গাড়ীর চালকসহ ৭ জন আহত হন। এর মধ্যে সুপার সার্ভিসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় ইউপি মেম্বার ফরিদ আহমদ জানান, ‘সকালে শহর ছেড়ে আসা সুপার সার্ভিসের বেপরোয়া গতির একটি গাড়ীর সাথে স্পেশাল সার্ভিসের একটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ জন আহত হয়েছেন। সুপার সার্ভিসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি।’
অন্যদিকে দুপুর একটার দিকে উপজেলার চেচুরিয়া বটতল এলাকায় এক মিনি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রমিজ উদ্দীন নামে এক মাদরাসা শিক্ষক, চালকসহ তিনজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।