নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে তৎকালীন জলদী ইউনিয়ন ছাত্রদলের যুগ্মসম্পাদক শহীদ ইউসূফের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার ১১ফেব্রুয়ারী বাদে আসর পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ ইউসুফের মাজারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন ও দোয়া মোনাজাত পৌরবিএনপির নবনির্বাচিত আহবায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক সাবেক চেয়ারম্যান, মাস্টার মোহাম্মদ লোকমান, সাবেক ছাত্রনেতা আশেক এলাহী সোহেল, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট লায়ন নাছির উদ্দিন, সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট শওকত ওসমান, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান আনিস, ওলামাদল নেতা মৌলভী হোসাইন, যুবদল নেতা রাসেল চৌধুরী, শহিদুল কাইছার বাদশা, শওকতুল ইসলাম, হেলাল উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলনেতা মাওলানা শহিদ উল্লাহ, নুর মোহাম্মদ নুরু, ছাত্রদল নেতা মো. আবদুস সবুর, চৌধুরী এ. এম. এ ওয়াহহাব, আদিল উদ্দিন চৌধুরী, জালাল উদ্দিন সিদ্দিকী, ফরহাদ হোসেন আসিফ, আমান উল্যাহ আমান, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রফিক, নাছির, মহিউদ্দিন, শাহাব উদ্দিন, গফুুুর, জোনায়েদ, রিপন, আলী রিয়াজ খান, ফোরকান, রসিক হোসেন প্রমূূখ।
শহীদ ইউসুফের কবরে পুষ্পমাল্য অর্পনপূর্বক দোয়া মোনাজাত শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, এ সরকারের গণবিরোধী কার্যকলাপের কারণে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে আছে। সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে বিএনপির নেতাকর্মিদের প্রতি মামলা-হামলার পথ বেঁচে নিয়েছে। তাতেও তাদের কাজ হচ্ছে না। তাই আওয়ামীলীগ তাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী রাজনৈতিক কর্মসূচীতে গুলি করে মানুষ মারছে। তারই ধারাবাহিকতার অংশ বিশেষ ১৯৯৯ সালের ১১ ফেব্রুয়ারী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশব্যাপী তিন দিনের হরতাল চলাকালীন সমাপনী দিনে বাঁশখালী উপজেলা সদরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের মিছিলের উপর আওয়ামী সন্ত্রাসীরা আকষ্মিক গুলি চালায়। সে দিন আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে তৎকালীন জলদী ইউনিয়ন ছাত্রদলেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ নির্মম ভাবে শাহাদত বরণ করেন।
জনাব জাফরুল ইসলাম চৌধুরী উপস্থিত নেতাকর্মিদের প্রতি শহীদ ইউসুফের শোককে শক্তিতে পরিনত করে আওয়ামী হায়েনা সরকার পতনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়ার আহবান জানান।