BanshkhaliTimes

শাহীদ ফালাহীর কন্ঠে, এস এম করিমের কথায় নতুন গান ‘ফেরা’

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: ইসলামী ভাবধারার জনপ্রিয় কন্ঠশিল্পী লন্ডন প্রবাসী শাহীদ ফালাহীর কন্ঠে এবার রিলিজ হলো নতুন গান ‘ফেরা’। এ গানে গীতিকার হিসেবে ছিলেন বাঁশখালীর সন্তান, বিশিষ্ট সমাজসেবী এস এম করিম উদ্দিন। গানটির সুর, কাহিনী ও সম্পাদনায় ছিলেন শাহীদ ফালাহী নিজেই।

এ প্রসঙ্গে গানের গীতিকার দুবাই প্রবাসী এস এম করিম উদ্দিন বাঁশখালী টাইমসকে বলেন- শিল্প-সংস্কৃতি মানুষের মনের খোরাক। আমাদের মননের জগত আলোকিত হলেই আলোকিত জীবন গড়া সম্ভব। আমি চেষ্টা করেছি গানের কথায় আমাদের চূড়ান্ত গন্তব্যকে স্মরণ করে দেয়া ও আল্লাহর কাছে নিজেদের সোপর্দ করে দেয়ার আকুলতা ছড়িয়ে দেয়া। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে, সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ও মিউজিক ডিরেক্টর শাহীদ ফালাহী আমার গানটি গেয়েছেন, ইনশা আল্লাহ এটি শ্রোতা-দর্শকের মন জয় করবে।’

সম্প্রতি গানটি ইউটিউবে রিলিজ হয়েছে। লিংক- https://youtube.com/watch?v=uqxOFIiN_FQ&feature=share

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *