BanshkhaliTimes

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু, মাতৃহারা হলো দুই শিশু

তাফহীমুল ইসলাম, বাঁশখালী-
বাঁশখালীতে এবার সড়ক দুর্ঘটনায় মাতৃহারা হলো সাদিয়া (০৬), তাসনীম (০৩) নামের দুই অবুঝ শিশু। তাদের মা মনোয়ারা বেগম (২২) আজ বেলা বারোটার দিকে মনছুরিয়া বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। জানা যায়, ভ্যানচালক আবদুস শুক্কুরের স্ত্রী মনোয়ারা বেগম এক মেজবান থেকে খেয়ে রাস্তায় পার হচ্ছিলেন। এমন সময় সাগর নামের এক যুবকের দ্রুতগামী মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এমতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শার্মিলা তুহিন আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। কিন্তু চমেক হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে বাঁশখালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মহিলার লাশ থানায় রয়েছে।

এদিকে মা হারানো দুই অবুঝ শিশুর কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠেছে। তারা এখনো ভালোভাবে বুঝতে পারছে না, তাদের মা আর নেই, তারা এখন এতিম! তবুও তাদের চোখে মুখে বিষন্নতার ছাপ। শোকে বিহ্বল হয়ে গেছেন স্বামী আবদুস শুক্কুরও! এর আগেও এই সড়কে দুর্ঘটনায় প্রাণ দিয়েছে ছাত্রনেতাসহ বেশ কয়েকজন। আহতও হয়েছে অসংখ্য ব্যক্তি। কিন্তু এই সড়ক দুর্ঘটনা রোধে দায়িত্বশীল মহলের কার্যকরী কোন পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *