BanshkhaliTimes

বাঁশখালীতে করোনা প্রতিরোধ যুব স্কোয়াড গঠিত

BanshkhaliTimes

বৈশ্বিক দুর্যোগ করোনার প্রকোপ থেকে নিজেদের এলাকাকে রক্ষার তাগিদে ‘করোনা প্রতিরোধ যুব স্কোয়াড’ চেচুরিয়া শাখা গঠিত হয়েছে।

এতে চীফ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শোয়াইব, কমান্ডার- সৈয়দ সাকিব সামদুন ও নুরুল হুদা নায়িম। স্কোয়াডের অন্যান্য সদস্যরা হলেন, ফয়সাল, ইমতিয়াজুল হক আফ্রিদি, ইশতিয়াক হোসেন রাকিব, মুহাম্মাদ মাহফুজ, আবু রায়হান তানভির, আসিফ ইকবাল, খাইরুল বশর তাজবির প্রমুখ। এ স্কোয়াড চেচুরিয়া ৭ ও ৮ নং ওয়ার্ডে জনসচেতনতা জোরদার করতে কাজ করবে। আজ বিকালে চেচুরিয়া হাবিব দোকানে হ্যান্ড মাইক দিয়ে জনগণের মাঝে সচেতনতা ও দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানান তারা।
স্কোয়াড গঠন প্রসঙ্গে চট্টগ্রামের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের অন্যতম উদ্যোক্তা ডা. মেজবাহুল হক বলেন- ‘প্রশাসনের পাশাপাশি এই মহামারী মোকাবেলায় শিক্ষিত যুবকদের এগিয়ে আসা প্রশংসনীয় উদ্যোগ৷ তারা সামাজিক দূরত্ব রক্ষায় কাজ করলে এবং ত্রাণ বিতরণে সমন্বয় সাধন করলে এলাকার সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করি।’

এই স্কোয়াড নিজেদের মধ্যে ৩ ফুট দূরত্ব বজায় রেখে নিম্নোক্ত কাজ সম্পাদন করবে বলে জানিয়েছেন-

♦ এলাকার মানুষদের সচেতন হতে তাগাদা দিবে
♦ চায়ের দোকানের আড্ডা, গোলচাক দিয়ে তাস-লুডু-জুয়া খেলা, মাঠে-বিলে ফুটবল-ক্রিকেট খেলা বন্ধে অনুপ্রাণিত করবে, অনুরোধ করবে, তবু কাজ না হলে যৌথবাহিনীকে অবহিত করবে।
♦ নিজ এলাকায় অন্য এলাকা থেকে কেউ আসলে তা যাচাই করবে, যানবাহন নিয়ন্ত্রণ, গতিবিধি পর্যবেক্ষণ ও গন্তব্য যাচাই করবে।
♦ স্কোয়াডের সদস্যগণ মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিধান করবে।
♦ এলাকায় কারো জ্বর-সর্দি-হাঁচি কিংবা করোনা উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করবে
♦ সকল ধরণের গুজব প্রতিহত করবে। ভূয়া সংবাদ প্রচারে বাঁধা দিবে। দেশের সার্বিক পরিস্থিতি মানুষকে অবহিত করবে।
♦ সকল ধরণের জনসমাগম থেকে নিজ এলাকাকে সুরক্ষা দিতে বাজার মনিটরিং অর্থাৎ বাজারের জরুরী কাজ শেষ হওয়া মাত্রই ঘরে ফিরতে অনুরোধ জানাবেন।
♦ মসজিদে ৫ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৫ জন মুসল্লি ও জুমার ক্ষেত্রে ১০ জন মুসল্লি সীমাবদ্ধ রাখতে অনুরোধ জানাবেন।
♦ কোন ব্যক্তি বা সংগঠন ত্রাণ দেয়ার ক্ষেত্রে জনসমাগম করলে স্কোয়াডের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করবেন।
♦ এক স্কোয়াডে একজন চীফ কমান্ডার থাকবে। তার মধ্যে ২ টা উপদলে ২ জন কমান্ডার থাকবে।

বি.দ্রঃ এই উদ্যোগের উদ্দেশ্য প্রশাসনকে সহায়তা করা।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *