বৈশ্বিক দুর্যোগ করোনার প্রকোপ থেকে নিজেদের এলাকাকে রক্ষার তাগিদে ‘করোনা প্রতিরোধ যুব স্কোয়াড’ চেচুরিয়া শাখা গঠিত হয়েছে।
এতে চীফ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শোয়াইব, কমান্ডার- সৈয়দ সাকিব সামদুন ও নুরুল হুদা নায়িম। স্কোয়াডের অন্যান্য সদস্যরা হলেন, ফয়সাল, ইমতিয়াজুল হক আফ্রিদি, ইশতিয়াক হোসেন রাকিব, মুহাম্মাদ মাহফুজ, আবু রায়হান তানভির, আসিফ ইকবাল, খাইরুল বশর তাজবির প্রমুখ। এ স্কোয়াড চেচুরিয়া ৭ ও ৮ নং ওয়ার্ডে জনসচেতনতা জোরদার করতে কাজ করবে। আজ বিকালে চেচুরিয়া হাবিব দোকানে হ্যান্ড মাইক দিয়ে জনগণের মাঝে সচেতনতা ও দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানান তারা।
স্কোয়াড গঠন প্রসঙ্গে চট্টগ্রামের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের অন্যতম উদ্যোক্তা ডা. মেজবাহুল হক বলেন- ‘প্রশাসনের পাশাপাশি এই মহামারী মোকাবেলায় শিক্ষিত যুবকদের এগিয়ে আসা প্রশংসনীয় উদ্যোগ৷ তারা সামাজিক দূরত্ব রক্ষায় কাজ করলে এবং ত্রাণ বিতরণে সমন্বয় সাধন করলে এলাকার সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করি।’
এই স্কোয়াড নিজেদের মধ্যে ৩ ফুট দূরত্ব বজায় রেখে নিম্নোক্ত কাজ সম্পাদন করবে বলে জানিয়েছেন-
♦ এলাকার মানুষদের সচেতন হতে তাগাদা দিবে
♦ চায়ের দোকানের আড্ডা, গোলচাক দিয়ে তাস-লুডু-জুয়া খেলা, মাঠে-বিলে ফুটবল-ক্রিকেট খেলা বন্ধে অনুপ্রাণিত করবে, অনুরোধ করবে, তবু কাজ না হলে যৌথবাহিনীকে অবহিত করবে।
♦ নিজ এলাকায় অন্য এলাকা থেকে কেউ আসলে তা যাচাই করবে, যানবাহন নিয়ন্ত্রণ, গতিবিধি পর্যবেক্ষণ ও গন্তব্য যাচাই করবে।
♦ স্কোয়াডের সদস্যগণ মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিধান করবে।
♦ এলাকায় কারো জ্বর-সর্দি-হাঁচি কিংবা করোনা উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করবে
♦ সকল ধরণের গুজব প্রতিহত করবে। ভূয়া সংবাদ প্রচারে বাঁধা দিবে। দেশের সার্বিক পরিস্থিতি মানুষকে অবহিত করবে।
♦ সকল ধরণের জনসমাগম থেকে নিজ এলাকাকে সুরক্ষা দিতে বাজার মনিটরিং অর্থাৎ বাজারের জরুরী কাজ শেষ হওয়া মাত্রই ঘরে ফিরতে অনুরোধ জানাবেন।
♦ মসজিদে ৫ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৫ জন মুসল্লি ও জুমার ক্ষেত্রে ১০ জন মুসল্লি সীমাবদ্ধ রাখতে অনুরোধ জানাবেন।
♦ কোন ব্যক্তি বা সংগঠন ত্রাণ দেয়ার ক্ষেত্রে জনসমাগম করলে স্কোয়াডের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করবেন।
♦ এক স্কোয়াডে একজন চীফ কমান্ডার থাকবে। তার মধ্যে ২ টা উপদলে ২ জন কমান্ডার থাকবে।
বি.দ্রঃ এই উদ্যোগের উদ্দেশ্য প্রশাসনকে সহায়তা করা।
প্রেস বিজ্ঞপ্তি