কোথায় যাব
আমানুল্লাহ সৈয়দ
কোথায় যাব?
কৈশোরের আবেগ আবার জেগে উঠেছে,
কোথায় যেতে পারি মধ্যরাতে,
মাথার উপর জেগে থাকা চাঁদ
নক্ষত্রের খিলখিল হাসি কৈশোর গেল,
তারুণ্যের তুমুল উচ্ছ্বাসও ভেসগেল।
নষ্ট সময়ের শত্রুতায়,
আমার করার কিছুই ছিল না।
অপলক চোখে থাকিয়ে শুধু ভেসেছি
সময়ের বিপরীত স্রোতে।
এখন আর কোথায় যাব
মাঝে মাঝে তাই উদ্দেশ্যহীন মাঝরাতে
চাঁদের সাথে কিছু ভালবাসাবাসি আছে বলে বের হয়ে পড়ি,
তার সাথে হয় কিছু সময় হয় আনন্দের সহবাস।
তাকেই খুলে বলি নিজের গোপন ইতিহাস।
বয়সও ঢ়ের বেড়েছে, বালিকার প্রেমে পড়ার বয়সও নেই।
মুঠোফোনে রাত জাগার সময়ও নেই।
তাই তো চাঁদকে ভালবাসি চাঁদের সাথে হয় সহবাস।
গোপন প্রেমের যত মাখামাখি এখন আর কোথায় যাব?
তাইতো চাদেরঁ কাছে যাই খুঁজে নিই জীবনের ভালবাসা।