চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ডাকাতের নাম মোহাম্মদ আলী ভেট্টা (৪৬)। তার বাড়ি চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার ছড়ার কুল গ্রামে বলে জানা গেছে। তার পিতার নাম গণি বাইশ্যা।
নাম প্রকাশ না করা শর্তে চাম্বল ইউনিয়নের এক ব্যক্তি বলেন, ‘ভেট্টা দুর্ধর্ষ ডাকাত। তার ভাই এবং স্ত্রীও ডাকাত।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘তার বিরুদ্ধে হাটহাজারী থানায় তিনটি, রাউজান থানায় দুইটি, সাতকানিয়া থানায় দুইটি এবং বাঁশখালী থানায় একটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা সহ আটটির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে আসছিল ভেট্টা। তাকে আদালতে পাঠানো হয়েছে।’