মুহাম্মদ মিজান বিন তাহের: বাংলাদেশ সরকারে তথ্যবধানে বিশ্বব্যাংকের অর্থায়নে ওয়াটার সাপ্লাই এর উপর বিশেষ একটি ট্রেনিং এ অংশগ্রহণের জন্য বাঁঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী সে দেশে যাচ্ছেন।তিনি আজ ১ এপ্রিল রবিবার সকাল ৭ টায় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
দক্ষিণ এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে থেকে বাংলাদেশের বিভিন্ন পৌরসভার মেয়র গন সরকারী উন্নয়ন মূলক কর্মকাণ্ডের উপর সাধারন জনগনকে পানি সরবরাহ করার প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াটার প্রজেক্টের সহযোগিতা কার্যক্রম সুদৃঢ় করার জন্য এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের এবং বাংলাদেশ অনেক পৌর মেয়রগনের মধ্যে বাঁশখালী পৌরসভার ১ম শ্রেণির হওয়ায় অতি বর্ষণের ফলে পাহাড়ি ঢলে লোকালয়ে ব্যাপক ক্ষতি চিহ্নিত করে সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিকের জন্য বিশ্ব ব্যাংকের সহায়তায় ওয়াটার সাপ্লাই ও ড্রেনেজ ব্যবস্থার উপর কর্মশালায় অংশ নিবে
পৌরভসা সূত্রে জানা যায়,৩টি পর্যায়ে ইতিমধ্যে ১৫০/২০০ মিলিয়ন ডলার ব্যয়ে ওয়ার্টার সাপ্লাই ও ড্রেনেজ ব্যবস্থা কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম শেষে হলে দেশের ৩০টি পৌরসভার মধ্যে বাঁশখালী পৌরসভা পাইলট পৌরসভা হিসেবে স্বীকৃতি লাভ করবে।