৫ দাবিতে বাঁশখালী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কাল

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বাঁশখালী উপজেলায় পল্লী বিদ্যুতের লাগামহীন অনিয়মের প্রতিবাদে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে বিদ্যুত অফিস ঘেরাও ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সচেতন এলাকাবাসী।

আগামীকাল দুপুর ২টায় জলদী মিয়ার বাজার থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে। এতে সচেতন জনসাধারণকে উপস্থিত থাকতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়- বাঁশখালী পল্লী বিদ্যুৎ’র ডিজিএম’র অপসারণের দাবিতে পল্লী বিদ্যুৎ অভিমুখে বিক্ষোভ চলবে।

কাল বা’দ জুমা, বাঁশখালীতে চলমান বিদ্যুৎ সরবরাহের নামে ভেল্কিবাজি, অসহনীয় লোডশেডিং বন্ধ, ইফতার, সাহরি ও তারাবীহ সহ নামাযের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুতের সকল প্রকার অনিয়ম ও গ্রাহক হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন চলবে। আমাদের দাবি সমূহ-
১. অদক্ষ ও কান্ডজ্ঞানহীন বর্তমান ডিজিএম’র অপসারণ
২. ইফতার, সাহরি ও নামাযের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে
৩. দুই ঘন্টার অধিক সময়কাল লোডশেডিংয়ের জন্য ৬ ঘন্টা আগে মাইকিংয়ের মাধ্যমে গ্রাহকদের অবশ্যই অবহিত করতে হবে
৪. মিটার রিডিং না দেখে ইচ্ছামত বিদ্যুৎ বিল তৈরী বন্ধ করতে হবে
৫. নতুন সংযোগ নিতে দালাল মারফত অবৈধভাবে টাকা আদায় ও হয়রানি বন্ধ করতে হবে

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *