বাঁশখালী টাইমস: দুদকের গণশুনানীতে সাংবাদিকদের নিয়ে বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর অশালীন ও আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাঁশখালীর সাংবাদিকমহল।
এক বিবৃতিতে বাঁশখালী প্রেস ক্লাব ও বাঁশখালী অনলাইন প্রেস ক্লাবের সদস্যসহ কর্মরত সকল সাংবাদিকরা বলেন- আগামী ৪৮ ঘন্টার মধ্যে সংসদ সদস্যকে তাঁর দেওয়া বক্তব্য প্রত্যহার করতে হবে। অন্যথায় তার সমস্ত সংবাদ বর্জনসহ কঠোর হুঁশিয়ারী প্রদান করা হয়।
বিবৃতি আরও বলা হয়- সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিক সমাজ নিয়ে এভাবে ভিত্তিহীন ঢালাও মন্তব্যে আমরা হতবাক; এ বক্তব্য শুধু আমাদের নয় পুরো সাংবাদিক সমাজকে আহত করেছে।
বিবৃতিদাতারা হলেন- বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোন প্রতিনিধি অনুপম কুমার দে অভি, সাবেক সভাপতি ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যান বড়ুয়া মুক্তা, দৈনিক যুগান্তর প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, প্রেস ক্লাবের সা:সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক ও ইনফো বাংলা প্রতিনিধি শাহ মুহাম্মদ শফি উল্লাহ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল জাব্বার, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হিমেল বাপ্পা, দৈনিক ডেসটিনি প্রতিনিধি শিব্বির আহমদ রানা প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি