বাঁশখালী টাইমস: সদ্য প্রকাশিত ৩৭ তম বিসিএসে প্রাণিসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন বাঁশখালীর ছেলে মোহাম্মদ মুহিব্বুল্লাহ।
তিনি সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি হাজি মুহসীন কলেজ থেকে এইচএসসিতে কৃতকার্য হন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।
বর্তমানে তিনি কাস্টমসে এআরএম হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত।
ক্যাডার পাওয়া নিয়ে তার ফেসবুক ওয়ালে লেখেন…
“জীবন অনেকটা বহতা নদীর মতো। মোড়ে মোড়ে সে বাঁক নেয়। ক্রমাগত চলে তার ভাঙ্গা-গড়া। তার একূল ভাঙ্গে তো, ওকূল গড়ে। জীবন মানেই সফলতা-ব্যর্থতায় মোড়ানো এক অণুকাব্য। যেখানে চাওয়া-না চাওয়া, পাওয়া-না পাওয়াদের চিরন্তন দ্বন্ধ। এখানে সব চাওয়া যেমন পাওয়া হয় না, তেমনি সব পাওয়াও অনেক সময় চাওয়া হয় না। জীবন এগিয়ে চলে তার নিজস্ব গতিতে। তারপরও একটু ভালভাবে বাঁচার তাগিদে প্রচেষ্টা চলে নিরন্তর………..।
নিয়তি নির্দিষ্ট । আমরা কেবল চেষ্টা, সাধনা আর প্রার্থনা চালিয়ে যেতে পারি মাত্র। ভাগ্যবিধাতা সব কলকাড়ি হাতে নিয়ে বসে আছেন। তিনি ললাটে যা লিখে রেখেছেন, তা খন্ডানোর সাধ্য কারো নাই। ললাটের লিখন মেনে নিয়ে তার মাঝে সুখ খুঁজে নেওয়ায় বুদ্ধিমানের কাজ। জীবনতো একটাই, তাকে নানাবিধ জটিলতায় ফেলে দুঃখ ভারাক্রান্ত করেই বা কী লাভ?? ভাগ্যবিধাতার বিধান অলঙ্ঘনীয়।
–
–
–
সেই ভাগ্যবিধাতার কলকাড়িতে নতুন রিজিকের সন্ধান পেলাম।
৩৭ তম বিসিএস থেকে প্রাণিসম্পদ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলাম। আলহামদুলিল্লাহ।
ভাগ্যবিধাতা সবার মঙ্গল করুক।’