৩৬তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মোহাম্মদ এনামুল হক।
আজ ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। তিনি শিক্ষা ক্যাডারে মনোনীত হয়েছেন।
তিনি বাঁশখালী ইউনাইটেড হাইস্কুলের ছাত্র ছিলেন।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ২ হাজার ৩২৩ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৯২ জন, পুলিশে ১১৭ জন, ট্যাক্সে ৪২ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, স্বাস্থ্যে ১৮৭ জন, কৃষিতে ৩২২ জন, বিভিন্ন শিক্ষা ক্যাডারে ৯৯৬ জনসহ অন্যান্য ক্যাডারে বাকীরা নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।