বাঁশখালী টাইমস: বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের ২৮তম মেধাবৃত্তি পরীক্ষার ফরম ছেড়েছে। বিভিন্ন স্কুল ও দোকানে এই ফরমগুলো পাওয়া যাচ্ছে।
প্রতি বছর ২৫ ডিসেম্বর বাফাচ এই পরীক্ষা নিয়ে থাকে। একই দিনে তারা আগের কৃতকার্যদের পুরস্কৃতও করে থাকে। সারা বাঁশখালীর স্কুল ও মাদরাসার ক্লাস ফোর ও ক্লাস সেভেনের ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়।
এবার ফরমের শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে মাত্র ৫০ টাকা। পূরণকৃত ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭। পরীক্ষাকেন্দ্র উপজেলা সদরস্থ বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়।
সামাজিক সংগঠন বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বাঁশখালীর অার্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।