একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হয়ে জাতীয় পার্টি (এরশাদ) ২৬টি আসনে এবং ১৪৮টি আসনে উন্মুক্ত প্রার্থী দেয় দলটি। তবে মহাজোটের অংশ হলেও ‘লাঙ্গল’ প্রতীকেই নির্বাচনে অংশ নেয় জাপা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মহাজোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়া ২১টি আসনে জয়ী হয়েছে জাপা। এদিকে উন্মুক্ত প্রার্থী দেওয়া আসনগুলোর মধ্যে একটিতে জয়ী হয়েছে জাতীয় পার্টি।
