বাঁশখালী টাইমস: ভয়াল ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের রক্ষা নাই। খুনিদের “ফাঁসি” চাই। বাংলার মাটিতে এর বিচার হবেই। বাঁশখালী উপজেলা কতৃর্ক আয়োজিত ২১ শে গ্রেনেড হামলার প্রতিবাদে অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, জেলা মহিলা অাওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতিজ শাহিদাবঅাকতার জাহান।
সভাপতিত্বে করেন ফাতেমা বেগম। প্রধান অালোচক ছিলেন যুবলীগ নেতা মেম্বার অাবুল কাসেম। আরো ছিলেন মোঃ লোকমান, মোঃ জাকের হোসেন, রোকসানা বেগম, মাইফুলা বেগম, খতিজা বেগম, কহিনুর বেগম, অায়েশা বেগম। ফরিদা বেগম। অারজুমন অারা বেগমল, লতিফা বেগম,
হুমায়ন কবির, জোবাইদা বেগম, হালিমা বেগম, হাজেরা বেগম, হামিদা বেগম, জেসমিন অাকতার
নাহিদা বেগমদিলু অারা, রেহানা বেগম
অাবদুল অাজিজ, অাব্দুল হামিদ, অাব্দুল গনি, মোঃ মোবারক।