২০১৭ সালে ৭৮৭ জন নারী-শিশু ধর্ষণের শিকার

২০১৭ সালে ৭৮৭ জন নারী-শিশু ধর্ষণের শিকার

দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের অন্যতম মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
গত ১২ মাসে ৭৮৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে নারী ৩১৬ জন , শিশু ধর্ষণের শিকার হয় ৩২৭ জন, গণ ধর্ষণের শিকার হয় ১১৬ এবং ধর্ষণের পর হত্যা করা হয় ২৮ জনকে। এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাম্প্রতিক এক গবেষণায়।

সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, বর্তমান সময়টা যেন আমাদের দেশে ধর্ষকদের অভয়ারণ্য হয়ে উঠেছে। একের পর এক ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। ধর্ষণকারীরা এতটাই সাহস পাচ্ছে যে, ধর্ষণের পর হত্যা করতেও তারা দ্বিধাবোধ করছে না, গবেষণায় আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণের পর হত্যার ঘটনাও দিন দিন বেড়ে চলছে। নারীদেরকে নিরাপদ একটি সমাজ না দেয়ার ব্যার্থতা সরকার সহ আমাদের সবাইকেই নিতে হবে। এ অবস্থার উত্তরনের জন্য সকলকে এক হয়ে কাজ করার বিকল্প নেই। আইনের শাসন আমাদের রয়েছে ,তবে নেই তার বাস্তবায়ন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান বাস্তবায়ন করলেই আগামী বছরগুলোতে আমাদের দেশে ধর্ষণ অনেকাংশে কমে যাবে বলে আমরা আশাবাদী।

সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, সংস্থার গবেষণায় আমরা দেখেছি গত বছরের তুলনায় এ বছর ধর্ষণের ঘটনা অনেক বেশী। ধর্ষণ দিন দিন বৃদ্ধি পাওয়ার অন্যতম কারন ধর্ষকের কঠিন শাস্তি না হওয়া। তাছাড়া বিচার কার্য বেশ বিলম্বিত হয় বলে ধর্ষিত নারী ও তার পরিবারকে সম্মুখীন হতে হয় বিভিন্ন মানসিক ও সামাজিক প্রতিবন্ধকতার। অনেক সময় ধামাচাপা পরে যায় ধর্ষণের ঘটনা। এ বিষয়ে সকল সামাজিক সংগঠন গুলোকে এক হয়ে কাজ করা আহ্বান জানান তিনি।

 

আরও পড়ুন :

গণ্ডামারায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন, আটক ১

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *