
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ৫ম আসরের ফাইনালে ২০১৭ ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির রংপুর রাইডার্স। আজ আসরের ফাইনাল ম্যাচে ক্রিকেটীয় দানব ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিং নৈপুণ্যে ৫৭ রানে শক্তিশালী ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে প্রথম বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাশরাফির দল।
টসে জিতে ঢাকা ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান রংপুরকে ব্যাটিং এ পাঠায়। শুরুতেই ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফেরে সেমিফাইনালে শতক করা ব্যাটস্ম্যান জনসন চার্লস। এরপর ধীরগতিতে রান সংগ্রহ করতে থাকে ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম ১০ ওভার শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৬৩। এরপর ব্যাটিং দানব ক্রিস গেইলের দানবীয় নির্মম ক্রিকেটীয় ঝড় এবং তার সাথে ব্রেন্ডন ম্যাককালামের সহযোগিতায় ২০১ রানের অপরাজিত পার্টনারশিপে শেষ ১০ ওভারে ১৮৩ রানের মাধ্যমে নির্ধারিত ২০ ওভার শেষে রংপুর রাইডার্স পায় ১ উইকেট হারিয়ে ২০৬ রানের বড় সংগ্রহ। গেইল ১৮টি ছয় ও ৫টি চারের মাধ্যমে মাত্র ৬৯ বলে অপরাজিত ১৪৬ রান করে। ম্যাককালাম ৪৩ বলে ৪টি চার ও ৩টি ছয়ের মাধ্যমে অপরাজিত থাকেন ৫১ রানে। সাকিব আল হাসান ৩ ওভারে ১মেডেন দিয়ে মাত্র ২৬ রান দেয়। জবাবে ২০৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ডাইনামাইটস। দলীয় ১ রানের মাথায় পরপর দুইটি উইকেট হারিয়ে ফেলে ঢাকা। এরপরে উল্লেখযোগ্য ৫০ রান আসে জহরুলের, ২৬ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ২০ ওভার শেষে ঢাকা ডাইনামাইটস ৯ উইকে্টে ১৪৯ রান তুলতে পারে। ফলাফলে ৫৭ রানের জয় পায় রংপুর রাইডার্স, প্রথমবারের মতো জিতে নেয় শিরোপাও! রংপুর রাইডার্সের প্রথম শিরোপা হলেও অধিনায়ক মাশরাফির ব্যক্তিগত চতুর্থ শিরোপা। এর আগে দুবার ঢাকার ও ১ বার কুমিল্লার হয়ে মোট ৫ শিরোপার ৪টিই নিজের করে নেন ক্যাপ্টেন-ফ্যান্টাস্টিক!
অপরাজিত ১৪৬ রান করে ম্যাচসেরা ব্যাটস্ম্যান, ইমারজিং খেলোয়াড় এবং আসরে ১১ ম্যাচে ৫৩.৮৯ রান গড়ে সর্বোচ্চ ৪৮৫ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্রিস গেইল। ম্যাচসেরা বোলার নির্বাচিত হন রংপুর রাইডার্সের নাজমুল ইসলাম অপু।
স্কোরকার্ডঃ
রংপুর রাইডার্স- ২০৬/১; ওভারঃ ২০, ক্রিস গেইল- ১৪৬*(৬৯); ম্যাককালাম-৫১*(৪৩)
ঢাকা ডাইনামাইটস-১৪৯/৯; ওভারঃ২০, জহরুল-৫০(৩৮); সাকিব-২৬(১৬)
ফলাফল- রংপুর রাইডার্স ৫৭ রানে জয়ী, বিপিএল ৫ম আসরের চ্যাম্পিয়ন।
আরও পড়ুন :
বাঁশখালীতে যুব গেমস-২০১৮ এর বাছাই পর্ব মঙ্গলবার