হে আল্লাহ
জাইম-উর-রহমান আফিফ
দ্বিতীয় শ্রেণি
হে আল্লাহ (২)
তোমার কাছে হাত পাতি
তোমার কাছে চাই সব
তুমি আমাদের রব
তুমি এক ও অদ্বিতীয়
তুমি আমাদের সব
মুসলিমরা নামাজ পড়ে
হিন্ধুরা পুজা করে
মুসলিমরা দোয়া করে
হিন্ধুরা ব্রোত করে
মুসলিমরা আল্লাহ মানে
হিন্ধুরা ঠাকুর মানে
খৃষ্টানরা ঈশ্বর মানে
বৌদ্ধরা গৌতম মানে
কিন্তু আল্লাহ সবাইকে দোয়া করে
হে আল্লাহ (৩)
তুমি আমাদের রব
তুমি আমাদের সব