১৯ ঘন্টা বিদ্যুৎহীন বাঁশখালী : অতিষ্ট পরীক্ষার্থীরা
তাফহীমুল ইসলাম: টানা ১৯ ঘন্টা বিদ্যুৎহীন বাঁশখালী। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বাঁশখালীর জন্য একটি পরিচিত শব্দ। বারো মাস লেগে থাকে এই সমস্যা। ডিসেম্বর মাস জুড়ে চলে শিক্ষার্থীদের পরীক্ষা। এমন সময়ও থাকে না বিদ্যুৎ। যার ফলে ব্যাঘাত ঘটে পরীক্ষার্থীদের লেখাপড়ায়।
চলতি মাসের শুরুর দিকে আরম্ভ হয়েছে প্রত্যেক স্কুল, মাদরাসায় বার্ষিক পরীক্ষা। এমন সময় শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎ অতি প্রয়োজনীয়। গতকাল সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত বিদ্যুৎ ছিল না বাঁশখালীতে। এরপর দুপুরে এসে আবার চলে যায় বিকাল পাঁচটার সময়। সেই থেকে আজ দুপুর বারোটা পর্যন্ত দেখা মেলেনি বিদ্যুতের। ১৮ ঘন্টা পার হলেও বিদ্যুতের নেই কোনো খোঁজ খবর। শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন বিদ্যুতের এমন লোডশেডিংয়ে অতিষ্ট।
ভুক্তভোগী গ্রাহকেরা বলছে, বাঁশখালীর কি কোনো অভিভাবক নেই? এভাবে আর কতদিন চলবে?