মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার পৌর সদর এলাকা থেকে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র হারিয়ে গেছে। তার তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখের উপর কাটাদাগ আছে, পরনে ছিল সাদা কাটা পাঞ্জাবি, সাদা পায়জামা ও মাথায় সাদা গোল টুপি ।
ছবিঃ-
তার বয়স ১৩ বছর। তাকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে তার বাবা ও মা সহ আত্মীয়-স্বজন চিন্তিত হয়ে পড়েছে। এমতাবস্থায় কোন সু-হৃদয়বান ব্যক্তি যদি ছেলেটিকে পেয়ে থাকলে বা খবর পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগের অনুরোধ রইল। গত ১০-১০- ২০২১ ইং তারিখে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে আর বাড়িতে ফিরেনি। তার নাম মোঃ জিসান (১৩) পিতা- মঞ্জুর আহমদ গ্রাম-উত্তর জলদী ছৈয়দ বাহারউল্লাহ পাড়া ,৫নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম ।
সে বাঁশখালী দারুল করিম ও হেফজখানা মাদ্রাসার ছাত্র। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেওয়ার পর তার সন্ধান না পাওয়াতে ২৪ অক্টোবর বাঁশখালী থানায় একটি জিডি করা হয়েছে। যার জিডি নং ১০৫৩।
যোগাযোগের ঠিকানা-
বশির আহমদ
গ্রাম-উত্তর জলদী ছৈয়দ বাহারউল্লাহ পাড়া , ৫নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম।
মোবাইলঃ-০১৮২৩-১৭৭০৫৮/০১৩২২-২৬০৬৩৬ / ০১৩১৪-৩৪৯৯৭২
অথবা
জে.এম.ইলেকট্রনিক্স
জে.এস.ম্যানশন, গ্রীণ পার্ক কনভেনশন সেন্টারের সামনে বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম। ০১৮১৫-৬৪৮১১১/০১৮২২৮৬৬৫৫০