১৪ হাজার পিস ইয়াবাসহ বাঁশখালীতে আটক ১

মুুহাম্মদ মিজান বিন তাহের: চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প সড়ক বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি
প্রেমবাজারের দক্ষিণে খুটখালী ব্রীজ এলাকা হইতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার (২৫ এপ্রিল) বিকেলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন হীরার নির্দেশনায় এস আই রফিকুল ইসলাম ও তার সঙ্গীয় সোর্স নিয়ে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া ৩ নং ওয়ার্ড রায়পুর ইউনিয়নেরর মৃত আনু মিয়ার পুত্র নুরুন্নবী (৩৮) ক ১৪ হাজার পিস ইয়াবা সহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা নং- ২২ ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১)এর টেবিল ৯ (খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে বলে জানান ওসি।

এদিকে চট্টগ্রাম–কক্সবাজারের বিকল্প একমাত্র যোগাযোগ মাধ্যম বাঁশখালী প্রধান সড়ক কে ইয়াবা পাচারের বিকল্প রুট হিসেবে ব্যবহার করে আসছে পাচার কারীরা। পার্শ্ববতী দেশ মায়ানমার হতে এই ইয়াবাগুলো টেকনাফ হয়ে বাঁশখালীর প্রধান সড়ক দিয়ে প্রতিনিয়ত প্রবেশ করে এবং তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। এরই পরিপ্রেক্ষিতে ইয়াবা পাচার রোধে বাঁশখালী থানা অফিসার ইনর্চাজ (ওসি) সালাউদ্দীন হীরার ও যোগ্য নেতৃত্বে প্রতিদিন পেকুয়া–বাঁশখালী সীমান্তের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে ব্যাপক অভিযান পরিচালনা করছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *