১২ তারিখের ইউপি নির্বাচন আবার স্থগিত

মুহাম্মদ ইউসুফ: ১২ নভেম্বরের ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ-নিয়ে বেশ কয়েকবার স্থগিতাদের মুখে পড়ল বাঁশখালীর ( Banshkhali ) ইউপি নির্বাচন। আজ নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব ফরহাদ আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত দেওয়া হয়। তাতে লেখা হয়- “উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১২ নভেম্বর ২০১৬ তারিখে নির্ধারিত চট্টগ্রাম জেলার বাঁশখালী ( Banshkhali ) উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন সিদ্ধান্ত প্রদান করেছেন।”

 

তবে পরবর্তীতে নির্বাচন কবে হবে সে বিষয়েও নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে কিছু বলা হয়নি।

 

উল্লেখ্য, গত ৪ জুন নির্বাচন হওয়ার কথা থাকলেও ইউএনও ও এমপি’র বিরোধের জেরে তা স্থগিত করতে বাধ্য হয়েছিল নির্বাচন কমিশন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *