BanshkhaliTimes

১২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করলো বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাব

BanshkhaliTimes

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টাইমস: স্বেচ্ছাসেবী সংগঠন বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে ১২০০ শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।
এতে বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজ, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট, বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা ও এম. আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষার্থী অংশ নেয়।

বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাবের এডমিন ইমরান হোসেন শাকিলের পরিচালনায় এতে সার্বিক সহযোগিতা করেন এডমিন আমিনুল হক (রাহাত), এডমিননসাইফুল ইসলাম (নয়ন), এডমিন সুলতান মাহমুদ জাবের, কো এডমিন মতিউর রহমান, কো এডমিন মুবিনুল হক, কো এডমিন সৈয়দ মোছাম্মৎ মিফতাহুল জান্নাত, শুভাকাঙ্ক্ষী হুমায়ুন কবির, ফেরদৌস চৌধুরীসহ সকল সদস্য বৃন্দ।

বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান হোসেন শাকিল বলেন- মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে ও মানুষকে রক্তদানে সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি। এতে আরও বক্তব্য রাখেন এম. আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সায়েরা খাতুন (সুমি)।
কর্মসূচির সহযোগী ছিলেন বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতাল ও বাঁশখালী ব্লাড ব্যাংক।

ব্লাড গ্রুপ নির্ণয়ের দায়িত্বে ছিলেন বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের পরিচালক আনোয়ারুল ইসলাম (সুইট), স্বাস্থ্যকর্মী নিবেদিতা দাশ, বাঁশখালী ব্লাড ব্যাংকের পরিচালক সজিব নম (শুভ), ফারুকুল ইসলাম, আব্দুর রহমান, বোরহান উদ্দীন (টিপু)।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *