মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: নবম ধাপে (পরিশিষ্ট-ক) ১৩৫ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ইভিএম পদ্ধতিতে বাঁশখালী উপজেলার ১৪ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৯ মে) মনোনয়ন পত্র যাচাই-বাচাই কালে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১ জন ও সাধারণ ওয়ার্ডে ৬ জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এদের মধ্যে পুকুরিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসহাব উদ্দীনের পুত্র
মোঃ জয়নাল আবেদীন (ঋণ ক্ষেলাপি), বাহারচড়ায় জয়নাল আবেদীন ঝন্টু (সাজাপ্রাপ্ত), গন্ডামারার সাবেক চেয়ারম্যান মোঃ আরিফুল্লাহ (সম্পদ বিবরণী) ও কালীপুরে কাইচার হামিদ (সম্পদ বিবরনী) দাখিল করতে না পারায় ৪ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাথরিয়া ইউপির ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে প্রস্তাবকারী ও সমর্থকারীর সাক্ষর একই হওয়ায় শাহিদা আক্তার এবং সাধারণ পুরুষ ওয়ার্ডে (অপ্রাপ্ত বয়স্ক) হওয়ায় চাম্বল ১নং ওয়ার্ডে মোঃ নাজিম উদ্দীন, ছনুয়া ৫ নং ওয়ার্ড মোঃ সোহেল রানা, শেখেরখীল ৯ নং ওয়ার্ডে মিজান আলী রেজভী, কালীপুর ৩ নং ওয়ার্ডে রিদুয়ানুল হক
বাহারচড়া ৭ নং ওয়ার্ডে আবু ছালেক চৌধুরী
পুঁইছুড়ি ৬ নং ওয়ার্ডে মোঃ ইউনুছ ৬ জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
উল্লেখ্য, বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৬ জন এবং সাধারন সদস্য পদে ৬২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। তার মধ্যে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে ২২ থেকে ২৫ মে পযর্ন্ত আপিল দায়ের করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোটগ্রহণ হবে ১৫ জুন।