মুহাম্মদ মিজান বিন তাহের: শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্য চট্টগ্রামের বাঁশখালী ( Banshkhali ) উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার (১১ মাচ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে শিক্ষক নেতাদের প্রতিবাদের মধ্য দিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, শিক্ষক নেতা খোকন চক্রবর্ত্তী, গোলামুর রহমান, রহমত উল্লাহ,শান্তনু দাশ, রফিকুল ইসলাম ও রবিউল হাসান প্রমুখ। এদিকে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা সদরের প্রধান সড়কে বিক্ষোভ র্যালী বের করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা গণ। তাছাড়া সমাবেশ থেকে শিক্ষক নেতারা ১১ দফা দাবী অচিরেই বাস্তবায় না করলে সরকারের বিরুদ্ধে আগামী ১৪ মার্চ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মহাসমাবেশ থেকে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলে জানান।