মুহাম্মদ তাফহীমুল ইসলাম: বাঁশখালীর খ্যাতনামা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জলদী হোসাইনিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ গতরাত ১২ ঘটিকার সময় জলদীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর তিন ঘটিকার সময় জলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা অনষ্ঠিত হবে। এরপর মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনীর মেঝ আব্বা এবং বাঁশখালী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ইব্রাহিম আল হোসাইনীর পিতা।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন জলদী হোসাইনিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।